
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) সুজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের (৩ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে আসামিরা হামলা করে। এতে বেশকয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে (২৬ আগস্ট) রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।