
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ পারভীনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজের সামনে এই মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধন থেকে তারা অভিযোগ করে বলেন, প্রয়াত অধ্যক্ষ এনামুল করিম শহীদের কাছ থেকে বিশেষ সুবিধা ভোগকারি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ পারভীন একটানা ১৬ বছর কোন প্রকার ক্লাস না করে কলেজে উপস্থিত না হয়ে ঘরে বসে অবৈধভাবে বেতন ভোগ করেন। তার স্বামী লোকমান হাসান অধ্যক্ষ থাকাকালীন এই কলেজে তারই ইন্ধনে আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন কেলেংকারীতে জড়িয়ে নিজেকে বিপদগ্রস্থ করে তোলেন এবং ধুরন্ধর এই নারী অধ্যক্ষ প্রতিষ্ঠানের নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিকভাবে চেয়ার দখল করেছেন।
এলাকাবাসী অনতিবিলম্বে একজন যোগ্য শিক্ষকের নিকট দায়িত্ব অর্পন করে কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে কলেজটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আহবান জানান।
কলেজের প্রতিষ্ঠাতা ছাত্র ও এলাসিন ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবির আহমেদ ইয়েল বলেন, আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নানা অনিয়মে ভরে গেছে। শিক্ষার পরিবেশ নষ্ঠ হয়ে গেছে। এখানে বানিজ্য করা হয়। কলেজের চাকরি ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে বিভিন্ন লোক নিয়োগ দেওয়া হয়। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ পারভীন তার স্বামী প্রয়াত এনামুল করিম শহীদ থাকাকালেই তারা দু’জনই অনিয়ম করতেন। এখন বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করছেন। মমতাজ পারভীনকে অপসারণ করে নতুন একজন অধ্যক্ষ করে কলেজের পরিবেশ রক্ষা করুন এবং দূর্নীতিমুক্ত হোক এই দাবীতে মানববন্ধন করছি।
কলেজ প্রাঙ্গণের সামনের সড়কে মানববন্ধনে ‘ন্যায় প্রতিষ্ঠার জন্য মানববন্ধন, ভাসানী কলেজ রক্ষার জন্য মানববন্ধন, দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চাই, অবৈধ অধ্যক্ষর হাত থেকে কলেজ রক্ষা করুন’ বিভিন্ন প্লেকার্ড ও ব্যানারে লিখে মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ফরিদ আহমেদ, সবুর খান, আলী আহাম্মেদ, সিংহরাগী গ্রামের ফখরুল ইসলাম, এলাসিন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিরো আহমেদ ও জাহাঙ্গীর হোসেন লাবু প্রমুখ।
এ বিষয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ পারভীনের সাথে কথা মুঠোফোনে কথা হলে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়েছি। আমি নিষ্ঠার সাথে আমার দায়িত্বপালন করে যাচ্ছি। যারা এই প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকান্ড করতে চায়, তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।