
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একইদিনে প্রায় সমবয়সী ৩ জন গৃহবধূর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার দুইজন গৃহবধূ ফাঁসিতে ঝুলে ও একজন বিষপানে মৃত্যু হয়। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার দুটি ইউনিয়নে এসব অপমৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আর্জিনা আক্তার (২৫), কালমেঘা পূর্বপাড়া গ্রামের আল্পনা আক্তার (২৪) ও হোসেনপুর গ্রামের শারমিন আক্তার (২২)। নিহতদের সংসারে স্বামী ও শিশু সন্তান রয়েছে।
জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আর্জিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়। নিহত আর্জিনা আজহারুল ইসলামের মেয়ে। আম বাগানে গাছের একটি ডালের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাইলের সাথে বিয়ে হয়। কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার সংসারে ৩ বছরের ছেলে সন্তান আছে।
অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া গ্রামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। নিহত আল্পনা আক্তার (২৪) অটোরিকশা চালক রিপন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। তারই জেরে শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত আর্জিনার সংসারে আড়াই বছরের একটি ছেলে আছে।
একই দিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক গৃহবধূ বিষপান করে অসুস্থ হয়। স্বজনরা তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত শারমিন আক্তার (২২) একই উপজেলার দিগারচালা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। নিহত শারমিনের সংসারে ২ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে আইনিপ্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।