
সোহেল রানা, কালিহাতী ॥
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো…সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ অনুষ্ঠানটি জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
পরে সকাল সাড়ে ৯টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এ সময় বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোকজ মেলা, লাঠি বাড়ি খেলা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক ও কালিহাতী সাধারণ পাঠাগারের সম্পাদক মজনু মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।