
নুর আলম, গোপালপুর ॥
বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুুলে ধরে মহা ধুমধামে উদযাপন হলো বাংলা শুভ নববর্ষের ১৪৩২ এর আগমন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোপালপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি চান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল বর্ণাঢ্য আয়োজনে র্যালী। বাংলার লোকজ লাঠি খেলা, লাঙ্গল, জোয়াল, মই, মাথাইলসহ বাংলার কৃষক, বর-কনেসহ পালকি, ঘোড়ার গাড়িসহ আরো অনেক আয়োজন। ছিল বিভিন্ন ধর্মের মেলবন্ধনের প্রতিকী উপস্থাপন। নানা সাজে সজ্জিত র্যালীটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড় ঘুরে আবার উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে বাংলাদেশী ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা শিল্পকলার আয়োজনে অনুষ্ঠানে ছিল বৈশাখের দেশের পল্লী লালনের গানসহ নাচ ও আবৃত্তি। এছাড়া উপজেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার সকল সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।