
স্টাফ রিপোর্টার ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়।
এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে জনসেবা চত্বরে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বৈশাখী মেলায় অর্ধশত স্টল রয়েছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।