
স্টাফ রিপোর্টার, মির্জাপুুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, রবিবার ১৪৩১ বঙ্গাব্দ শেষ করেছি। ১৪৩১ বঙ্গাব্দ জনজীবনে হাসি কান্না দু:খ কষ্ট বেদনার মধ্য দিয়ে বিদায় জানিয়েছি। আজ নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ বাংলার শুভ সুচনা হলো। আজকের এই দিন থেকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সব জায়গায় আমরা রাজনীতি করতে চাই না। সব জায়গাতে ভেদাভেদ দেখতে চাই না। স্বাধীনতা ও মানচিত্রকে বাংলার সংস্কৃতির মধ্য দিয়ে আমরা ধরে রাখতে চাই। দেশটা আমাদের বাবার মত আমাদের মায়ের মত। বাংলাকে প্রধান্য দিয়ে বাবা-মায়ের মত আমরা দেশকে সমানভাবে ভালোবাসতে চাই।
সোমবার (১৪ এপ্রিল) মির্জাপুর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ চত্ত্বরে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এছাড়া বেলা ১২টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাঙযাত্রা বের করেন। শোভাযাত্রাাটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার সহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
অন্যদিকে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে ‘ঐ নুুতনের কেতন ওড়ে কালবৈশাখির ঝড় তোরা সব জয়ধ্বনি কর’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে। কুমুদিনী পরিবারের সদস্য ছাড়াও ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও শিক্ষকরা সকাল সাতটায় কুমুদিনী ক্যাম্পাসে বর্ষবরণ র্যালি বের করেন। পরে ভারতেশ্বরী হোমস মাঠে জাতীয় সংঙ্গীত পরিবেশনসহ সাংস্কৃৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, ভারতেশ্বরী হোমসের পরিচালক সম্পা সাহা, প্রিন্সিপাল ড. মন্দিরা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল অপূর্ব কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।