
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মির্জাপুর সদয় কৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে গিয়ে সমাবেশ হয়।
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ।
সমাবেশে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, দীর্ঘ সতের বছর পর দলীয় প্রভাবের বাইরে গিয়ে মানুষ বাংলার সংস্কৃতিকে ধারণ করে নববর্ষ উদযাপন করছে। স্বাধীনতা, গণতন্ত্র ও বাঙালির সংস্কৃতি হরণকারীদের বিষয়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।