স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অবৈধভাবে দোকান বসানো বন্ধের প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ যাবৎ রেলস্টেশনের প্লাটফর্মের বাহিরে ১১ থেকে ১২টা দোকান ব্যবসায়ী আমরা দোকান করে আসছি। ভূ-সম্পতির প্রধান ইন্সপেকশন রেলওয়ে অফিসারের মাধ্যমে রিসিটের টাকা জমা দিয়ে আমরা দোকান করে খাচ্ছি।
অথচ এক ব্যক্তি প্রভাব খাঁটিয়ে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অবৈধভাবে দোকান বানাচ্ছেন বলে তাদের অভিযোগ। তাই দোকান নির্মাণ বন্ধের দাবি জানান ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা আরো বলেন, এই দোকান প্ল্যাটফর্মের সাথে হলে টিকেট কালোবাজারিসহ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত হতে পারে বলে মনে করছেন মানববন্ধনকারীরা।
এ সময় দোকান ব্যবসায়ী আলামীন, আজাহার, আমিনুর, আশিক, রানা, চাঁন মিয়া, মিজান, জুবরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।