
স্টাফ রিপোর্টার ॥
ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদদের পরিবারবর্গের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ করা হয়।
শহীদদের পরিবারবর্গের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। গেজেটভুক্ত টাঙ্গাইলের ১০জন শহীদদের প্রত্যেক পরিবারের মাঝে দুই লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।