
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের পূর্বঘোনারচালা পূর্ব গ্রামের গৃহবধূ আমেনা বেগম (২৮) হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে করটিয়া বাজার এলাকা থেকে এনামুল হককে (৪১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি এনামুল হক (৪১) কুড়িগ্রাম সদর এলাকার যোগদহ গ্রামের হযরত আলীর ছেলে।
সখীপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত আসামি এনামুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । এনামুল স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবত দিন মজুরের কাজের সুবাদে আমেনা বেগমের (২৮) সাথে তার পরিচয় হয়। তাকে হত্যার পর থেকে এনামুল পলাতক ছিল।
মামলার বাদী নিহতের মা লিতু আক্তার আসামীর ফাঁসি দাবি করেন।
বুধবার (১৬ এপ্রিল) রাতে আমেনা সৌদি প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা বলার জন্য বাইরে আসলে এনামুল এই সুযোগ তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখন পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।