
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামীণ রাস্তা বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, প্রকল্পের সাধারণ সম্পাদক সোহেল খান, স্থানীয় ইউপি সদস্য হারুণ খান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান, স্থানীয় হাশেম খান প্রমুখ। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাগবে টিআর প্রকল্পের আওতায় চলতি বছরে ইউনিয়নের পাছ চারান সিএনবি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণের পরে স্থানীয় শাহীন সিদ্দিকী সেনাবাহিনীর প্রভাব খাটিয়ে রাস্তাটি বন্ধের চেষ্টা করছে। আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এ রাস্তা বন্ধের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এছাড়াও বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যাতায়াত করে। এতে করে রাস্তাটি আমারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্থানীয় শাহীন সিদ্দিকী প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধের চেষ্টা করছি। আমরা কোন মতেই রাস্তা বন্ধ করতে দিবো না।