
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা উত্তর পাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মোটরসাইকেল টু ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা তালতলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে সন্তোষ ভাসানী ক্লাব ও মরহুম আফছার উদ্দিন স্মৃতি সংঘ মুখোমুখি হয়।
ফাইনাল খেলায় সন্তোষ ভাসানী ক্লাব (৬-১) গোলের বিশাল ব্যবধানে আফছার উদ্দিন স্মৃতি সংঘকে পরাজিত করে। বিজয়ী ভাসানী ক্লাবের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় কামারা হ্যাটট্রিকসহ ৪টি, অনিক ও মিলন ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রেজাউল সান্তনাসূচক ১টি গোল পরিশোধ করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার ও আমিনুর রহমান লিটন, সদর থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
সমাজসেবক হারুন অর রশীদ, ৬নং পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক ও সদর থানা বিএনপির সদস্য শাহানুর খান শাহিন, পোড়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপনায় ছিলেন এস এম আব্দুল আলীম, রফিকুল ইসলাম রোকন ও সাখাওয়াত হোসেন অপু। ফাইনাল খেলা দেখতে বিপুল সংখ্যখ দর্শক মাঠে উপস্থিত ছিলেন।