স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গরুর হাটে পকেটমারের সময় দুই চোরকে হাতেনাতে ধরে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা গরুর হাটে তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
সাজাপ্রাপ্তরা হলেন- নরসিংদী জেলার বেলাবো উপজেলার দুলাকান্দি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ওয়াসিম (৩৫) ও একই জেলার শিবপুর উপজেলার জহির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫)। এদের মধ্যে ওয়াসিমকে ৭ দিনের জেল ও এক হাজার টাকা এবং আব্দুর রহিমকে দুইশত টাকা জরিমানা করা হয়।
হাটের ইজারাদার মাসুদুর রহমান জানান, শনিবার (১৯ এপ্রিল) গরুর হাটের সার্বিক নিরাপত্তায় দিনভর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী দায়িত্ব পালন করেন। বিকেল চারটার দিকে ওই দুই পকেটমার এক ক্রেতার পকেট মারতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে হাজির করা হলে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের জেল জরিমানা দেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান দুই চোর পকেটমারতে গিয়ে ধরা পড়ার কথা জানিয়ে তাদের জেলা জরিমানা দেয়া কথা স্বীকার করেন।