
স্টাফ রিপোর্টার ॥
জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের টাঙ্গাইল জেলা কমিটি নতুন করে গঠিত হয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক নানা জটিলতার কারণে জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কার্যক্রম স্থবির ও নিস্ক্রীয় ছিল। গত (৫ আগস্টের) রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসায়ী দলের কার্যক্রম আবার শুরু হয়।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন করে কমিটি গঠন করা হয়। গত (৭ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি এস এম পবিত্র আল ইবাদত জেলা কমিটির অনুমোদন দেন। কমিটিতে হাসান ইমাম শাকিলকে সভাপতি ও ইসমাইল হোসেন হিটলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি পদে নুরুল আলম, জোয়াহের আলী, মেহেদী হাসান, সেলিম মিয়া। সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজোম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেম (আল মাসুম), সৈয়দ রেজুয়ান হাবীব, শহীদুল ইসলাম, মোকাদ্দেছ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেসেরুজ্জমান, প্রচার সম্পাদক ইব্রাহীম, দপ্তর সম্পাদক সালাউদ্দিন তালুকদার, সহ দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
কার্যকরী সদস্যরা হলেন- হাবিবুর রহমান, সোহেল রানা, নওশের আলী, নাসির উদ্দিন।