স্টাফ রিপোর্টার, ভুঞাপুর ॥ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তালিকাভুক্ত (নির্বাচিত) পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে প্রত্যায়িত পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে রাসায়নিক সার ও পাটবীজ বিতরণ কর্মসূচি উদ্বোধনের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (ভূঞাপুর) কামরুজ্জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মো. মিজান উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান সিলু।
এতে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংবাদিক ফরমান শেখ ও মাহমুদুল হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক আকাশ তরফতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৭’শ কৃষক এসব উপকরণ পাচ্ছেন এবং তালিকাভুক্ত ৭৫ জন পাট চাষি কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাট চাষ বিষয়ক নানাবিধ আলোচনা করেন বক্তারা।