হাবিবুর রহমান, মধুপুর ।। টাঙ্গাইলের মধুপুরে সম্প্রতি প্রয়াত সাংবাদিক এম এ রউফের পরিবারের গৃহ সংস্কারের কাজে ঢেউটিন উপহার প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তার পক্ষে ঢেউটিন হস্তান্তর করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও সহসভাপতি এম রতন হায়দার।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ফকির মাহবুব আলম স্বপন এর পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক এম এ রউফের পরিবারের সদস্যদের হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
প্রয়াত সাংবাদিক এম এ রউফের পরিবারের পক্ষে গৃহ সংস্কারের ঢেউটিন গ্রহণ করেন প্রয়াতের ছোট ভাই আব্দুল লতিফ।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ রতন হায়দার, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শহীদ, মধুপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মো. লিটন সরকার।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন, সাংবাদিক এম এ রউফ জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিক ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম বলিষ্ঠ নেতা স্বপন ফকির তথা মধুপুর বিএনপি সে জন্য প্রয়াত সাংবাদিক রউফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমন নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত সব সাংবাদিকদের সাথে বিএনপি আছে এবং থাকবে। এই সহায়তা একটা সামান্য স্বীকৃৃতি মাত্র। বিএনপির সকল কর্মকান্ডে সাংবাদিকদের পাশে থাকার আহবানও জানান উপজেলা বিএনপির এই নেতা।
উল্লেখ্য, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক ও দৈনিক আমার দেশ, দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন এম এ রউফ। তিনি পাক্ষিক মধুবাণীর সম্পাদকও ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভোগে গত ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।