
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ হারুন মিয়াকে (৪৫) গ্রেফতার করে। মাদক কারবারী হারুন মিয়া উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে।
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর ভাতিজা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার বাসায় টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন মিয়া ভাড়া থাকতেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে এনে বিক্রি করতেন তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত হারুনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক কারবারী হারুনের বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।