
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুরের ৭০ বছর বয়সী মোজাম্মেল হক মামলাবাজের মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু তার বিরুদ্ধে নির্যাতন, গুম খুন ও গায়েবি মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ করেন ভোক্তভোগি মোজাম্মেল। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলে বাঁচার আকুতি জানান তিনি। তার বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক লিখিত বক্তব্যে জানান, আওয়ামী সরকার পতনের পর বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু রাজনৈতিক প্রভাবে পুলিশকে প্রভাবিত করে ২ মাসের মধ্যে সিরাজগঞ্জ সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের অভিযোগে ৪ টি গায়েবি মিথ্যা মামলা দায়ের করে। আমি দায়ের করা মামলার কোন ঘটনার সাথে জড়িত না। তারপরও আমাকে জেল খাটতে হয়েছে। আন্দোলন চলাকালীন সিরাজগঞ্জ-২ আসনের এমপি জান্নাত আরা হেনরী ও টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরকে দিয়ে রফিকুল ইসলাম বাবু আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও দেশ ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হন।
তিনি আরও জানান, আমার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। মামলার ঘটনাস্থল ভিন্ন হলেও সকল মামলায় চুক্তি ভিক্তির সাক্ষীগণ একই। তাছাড়া প্রতিপক্ষের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে চার্জশীট প্রদানকালে পুলিশ সন্ত্রাসী কাজে ব্যবহৃত আলামত হিসেবে সাদা মাইক্রোবাস, ধারালো অস্ত্র ও খুন জখমের ডাক্তারী সনদ জব্দের চেষ্টা না করে এবং নিরপেক্ষ কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ না করে ঢালাওভাবে আমার বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। সিরাজগঞ্জে গিয়ে মামলার হাজিরা দিতে গেলে লোকজন নিয়ে আমাকে মারতে আসে। সেখানে আদালতেও আমি নিরাপদ না।
আমার জীবন মৃত্যুর স্বন্ধিক্ষনে, আমি প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী, পুলিশ সুপার, মানবাধিকার কমিশন, টিআইবি ও বিএনপির সম্মানিত চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছি না।
তিনি আরও বলেন, রফিকুল ইসলাম বাবু আমার ছেলে শশুর হওয়ার সুবাদে টাঙ্গাইলের গোপালপুরে এসে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে দুই প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা টাকা চাইলে তাদেরও মামলা দিয়ে জেলহাজতে পাঠানো ভয় দেখিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবুর ভয়ে আমি আতংকে দিন পার ও মানবেতর জীবনযাপন করছি। সে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, চাকুরীর দালাল, মামলাবাজ রফিকুল ইসলাম বাবুর হাত থেকে আমি বাঁচতে চাই।