ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খেলার মাঠ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের ফসল ইউনূস সরকার। এ সরকার কে আমরা সব সময়ই সমর্থন দিয়ে আসছি। তাই কোন রকমের সংকট সৃষ্টি হওয়ার আগেই অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে সংসদ চালু করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করীম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।
এ সময় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস, জনতা দল, জিয়া মঞ্চসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।