দেলদুয়ার প্রতিনিধি ॥ টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান সহ অন্যান্য দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, উপজেলায় আউশের আবাদ আসংকাজনক ভাবে কমতে শুরু করেছে। ২০২৩-২৪ মৌসুমে আউশের লক্ষমাত্রা ছিল ১৮৫ হেক্টর। এ মৌসুমে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২০ হেক্টর। আউশ চাষে কৃষককে উদ্বোদ্ধ করতে সরকারি প্রনোদনা অংশ হিসেবে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি আউশ ধানের বীজ সরবরাহ করা হয়েছে।