
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও বই বিতরণ করেছেন। লাভলু জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নাগরপুরে নিজ বাস ভবন থেকে দুই শতাধিক মোটরবাইক নিয়ে বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। রবিউল আউয়াল লাভলু উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে বই বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠান শেষে দপ্তিয়র ইউনিয়নের সাধারণ জনগণের সাথে গণসংযোগ করেন রবিউল আউয়াল লাভলু।
দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোজ্জাম্মেল হোসেন সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা ও যুব দলের (ভার:) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা প্রমুখ।
এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস ইকবাল কবির ইকবাল, আলতাফ হোসেন, এলিম মাহমুদ আলিম, যুব নেতা মিজানুর রহমান মিজান, উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ যুব দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীসহ দপ্তিয়র ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।