
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুষ্টি উন্নয়ন. উদ্যোক্তা তৈরি. পরিবেশবান্ধব চাষাবাদ পার্টনার ফিল্ড স্কুল গম ও কৃষক সেবা কেন্দ্রর কৃষক-কৃষানীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার এলাশিন ইউনিয়নের মুশুরিয়া ও সিংরাগী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুল হাসান। অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফসানা ইয়াসমিন সুইটি, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসেহাক সিদ্দিকীসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।