
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহীম মিয়া (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের জয়েরপাড়ায় ইব্রাহীম খাবারের হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহীম উপজেলার বানাইল ইউনিয়নের সুভাষ মিয়ার ছেলে। মামলার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গ্রেপ্তার ইব্রাহীম গোড়াই জয়েরপাড়া খাবারের হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ক্যাশ বাক্সের তিন নম্বর ড্রয়ার থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তার ইব্রাহীমকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।