
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের ক্রিকেট বিশ্বের বুকে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পেছনে মূল অবদান ছিল আরাফাত রহমান কোকোর। তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোনো রাজনীতি করতেন না। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে বিদেশে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাওড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান খান সাঈদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, আজাহারুল ইসলাম, ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ, এস এম শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট, সাধারণ সম্পাদক আবুল হাশেম খান প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে প্রধান অতিথি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।