
নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৫০) নামে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল আনোয়ার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নায়েব বাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। সাইফুল ইসলাম টাঙ্গাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহম্মেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ও তার অপর সহযোগি মদন চন্দ্র রাজবংশীকে সঙ্গে নিয়ে মাছের পোনা সংগ্রহের জন্য অটোরিক্সা যোগে মির্জাপুরের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইলের নায়েব বাড়ি মোড় এলাকায় স্থানে পৌছলে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তাদের গতি রোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সাথে যা কিছু আছে দিয়ে দিতে বলে।
এ সময় সাইফুল ইসলাম তাদের বাঁধা দিলে ছুরিকাঘাত করে তার নিকট থেকে ৩০ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুমূর্ষু অবস্থায় সাইফুল ইসলামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় এক ব্যবসায়ী অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।