
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আত্ম কর্মসংস্থান প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামে সেন্টারের নিজস্ব কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আহসান হাবিব ইমরুজ।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক হারুন ইবনে শাহাদত, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী, আল ইমাম ইসলামিক সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।