
সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে টাঙ্গাইলের কালিহাতীর ব্যান্ডদল “মহাশূন্য” এর প্রথম মৌলিক গান “সঙ সাজিলি ভং ধরিলি”। শিরোনামের এই গানটি লিখেছেন, সমাজ সেবক এবং কবি মীর সফিউল আবসার, গানটির সুর করেছেন মাসুদ অর্ণ এছাড়াও মিউজিক কম্পোজ করেছেন ব্যান্ডের দলনেতা শাহনেওয়াজ।
জানা যায়, রিদম, সাউন্ড রেকর্ডিং ও মিক্স মাস্টারিং করছেন সন্দীপ। গানটির ভিডিও কাজ বাকি আছে। ফোক ঘরনার এই গানটির কাজ শেষ হলেই একটি পরিচিত মিউজিক ব্যানারে মুক্তি দেয়া হবে।
ব্যান্ডের উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, আমাদের গানটি করতে অনেকের সহযোগিতা রয়েছে। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, টাঙ্গাইল জেলার সকল গুণী শিল্পী ও মিউজিশিয়ানসহ মহাশূন্য ব্যান্ডের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবাইকে। তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, বর্তমানে তরুন প্রজন্ম যেভাবে মাদক আর মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। সেটাকে মাথায় রেখেই আমাদের প্রয়াস থাকবে তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহ্বান করা। তাদেরকে সংস্কৃতি এবং খেলার মাঠে আনতে উদ্বুদ্ধ করা।
মহাশূন্য ব্যান্ডের লাইনআপে আছেন- লিড গিটারে এম এইচ সুমন, বেইজ গিটারে শাহ নেওয়াজ, কিবোর্ডে ধ্রুব, ড্রামসে রকি ইসলাম, অক্টোপ্যাডে সন্দীপ, রিপ গিটারে নাজমুস সাকিব, ভোকালে- মাসুদ অর্ণ, হারমোনিয়ামে মোহসিন, বাঁশিতে ফারুক হোসেন, ব্যান্ড ম্যানেজার ও প্যাডিস্টে সুজন রানা।
উল্লেখ্য, মহাশূন্য ব্যান্ডের “সঙ সাজিলি ভং ধরিলি” প্রথম মৌলিক গানটির জন্য সকলের দোয়া চেয়েছেন মহাশূন্য ব্যান্ড কর্তৃপক্ষ।