স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইলে জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিষ সাহা কারন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলাতুল ছামিরা ছিম্মি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা আদিবা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, শিশু সংসদ সদস্য (ছেলে) রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য (মেয়ে) আদিবা খান অহনা, শিশু গবেষক(ছেলে) তৌসিফ কবীর সাজিদ, শিশু গবেষক ( মেয়ে) মুমতাহীনা ইসলাম নাবা, শিশু সাংবাদিক ( ছেলে) দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক( মেয়ে) জান্নাতুল ফেরদৌস তুবা।
নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানজীম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আপনারা আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন।আমি জানি এই দায়িত্ব অনেক বড় কিন্তু আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে। সকলকে ধন্যবাদ।
নির্বাচনে এনসিটিএফ টাঙ্গাইল জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা টাঙ্গাইল জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।