
স্টাফ রিপোর্টার ॥
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ভোট ব্যবস্থাকে যারা যত বেশি পিছিয়ে দিতে চায় তারা ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান তার সাথে বেঈমানি করবে। আমরা চাই গণঅভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই। আর গণতন্ত্রে ফিরতে হলে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নইলে গণতন্ত্রে ফেরা সম্ভব হবে না।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকান্ড নিয়ে সারাদেশে ও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। আবার দেশ অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।