
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্নাতক অথবা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি সাকিব আল হাসান ও সাধারণ সম্পাদক নাইম, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক লিমন হোসাইন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা ও ৬ মাস ইন্টার্নিশিপ শেষে আমরা যে সার্টিফিকেট পাই তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি পাসের সমমান করতে হবে।