স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) বিকালে মির্জাপুর বাজারের কলেজ রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মৃত জামাল খানের ছেলে।
পুলিশ জানায়, গত (৪ আগস্ট) গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার একটি কর্মসূচী চলছিল। কর্মসূচী চলকালে বহিরাগত একদল দুস্কৃতিকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল পুলিশের ছুড়া গুলিতে দুই চোখ অন্ধ হয়।
এই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০০ জনের নামসহ অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামী করে মামলা করেন। পুলিশি তদন্তে ওই মামলায় হারুন অর রশিদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।