গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলতাফ আলী (৬২) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোরে নিজ বাড়ির পাশে একটি জাম গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
আলতাফ আলী (৬২) নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও পেশায় দলিল লেখক ছিলেন। তিনি বাদে মাকুল্লা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।