
ঘাটাইল প্রতিনিধি ॥
উন্নত সমাজ গঠনে, আলোকিত মানুষ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলোকিত শিক্ষক অমূল্য সোম গোবিন্দের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিক্ষা ও মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে শিক্ষা ও মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মোট ২০ জন শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঘাটাইল সরকারী জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, বীকন ফার্মাসিউটিক্যালের ভাইস প্রেসিডেন্ট অমলেশ সোম।
যমুনা সংস্থার নির্বাহী পরিচালক এনায়েত করিম, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, সামাজ সেবক কবির হোসেন প্রমুখ।