
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রবির কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, উপজেলায় সোনালী আঁশ পাটের আবাদ ক্রমশ আশংকাজনক ভাবে কমে যাচ্ছে। গত মৌসুমে পাট চাষের লক্ষমাত্রা ছিল ১৫১০ হেক্টর। এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১৭২ হেক্টর।
সোনালী আঁশ পাটের আবাদ বাড়াতে সরকারি প্রনোদনা অংশ হিসেবে প্রতিজন কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি এমওপি, ও ৫ কেজি ডিএপি সার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।