
ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা অসুস্থ বোনকে দিনভর ধানক্ষেতে জিম্মি ও মারধর করার অভিযোগ উঠেছে ভাই ছাত্তার মোল্লার বিরুদ্ধে। এ নিয়ে গত রবিবার (২৮ এপ্রিল) ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খোদেজা বেগম নামে ৭০ বছর বয়সী ওই নারী।
এর আগে গত (২৭ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী, তার ছেলে-মেয়ে এবং মেয়ের জামাইকে ভয়ভীতি দেখিযে ধানক্ষেতে জিম্মি করে রাখে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, খোদেজা বেগম তার ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশের সম্পত্তির জন্য গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে একাধিকার সালিশের আহবান করে। সর্বশেষ গত (২৭ এপ্রিল) সকাল ১০ টায় পরিষদের সালিশের আহবান করা হয়। কিন্তু সেই সালিশে ছাত্তার মোল্লা উপস্থিত হননি।
পরবর্তীতে সকাল ১১ টার দিকে ভুক্তভোগী খোদেজা বেগম তার বাবার পৈত্তিক সম্পত্তির ওয়ারিশের জন্য ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশ বুঝে চান। ওয়ারিশ না দেওয়ায় ধান কাটা বাধা দেয় খোদেজা বেগম। এ সময় ছাত্তারের নির্দেশে তার ছেলে ও ভাতিজারা খোদেজা বেগমসহ তার ছেলে-মেয়ে ও তার জামাতাকে মারধর করে এবং ওই ধানে ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিম্মি করে রাখে।
খোদেজা বেগম জানায়, দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ওয়ারিশ দাবি করে আসছি। এ নিয়ে অনেক বার দরবারে তাদের ডাকা হয়েছে, কিন্তু তারা হাজির হয় না। ধান কাটা বাধা দিলে আমাদেরকে মারধর করে ধানক্ষেতেই জিম্মি করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার করলে পরদিন সোমবার ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করি।
এ প্রসঙ্গে ছাত্তার মোল্লার ছেলে শাহীন মোল্লা মোবাইল ফোনে জানান, ফুফু তার অংশের জমি আমাদের লিখে দিয়ে এখন আবার ওয়ারিশ দাবি করছেন। এ নিয়ে জেলও খেটেছি। তাকে আমরা মারধর করেনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওইদিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা করা হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।