
কালিহাতী সংবাদদাতা ॥
তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। স্থানীয় সরকার বিভাগের “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার আর্থিক সহায়তায় কালিহাতী উপজেলার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কালিহাতী এলজিইডির কারিগরী সহায়তায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১১ লাখ ১৭ হাজার ৩ টাকা (ভ্যাট ট্যাক্সসহ) ব্যয়ে উপজেলা কনফারেন্স রুম থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এসব সামগ্রী বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এ সময় ইউডিএফ হাফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার বিতরণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির জ্ঞান সহজেই অর্জন করতে পারবে। যা তাদের ভবিষ্যতের উচ্চ শিক্ষা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।