
নুরুল ইমলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মটর চুরির অভিযোগে গ্রাম্য শালিসী বৈঠকে নির্যাতনে নূর আলম (২৮) নামের যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।
জানা যায়, সপ্তাহ খানেক আগে আকন্দপাড়া জামে মসজিদের পানির পাম্পের মটর চুরি হয়। ওই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকন্দ পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর আলম ও মজনু মিয়ার ছেলে শহিদুল (৩৫) কে গত সোমবার (২৮ মে) আটক করে মসজিদ কর্তৃপক্ষ।
তাদের মসজিদের ভেতর নিয়ে ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে আবু বকর, দুলাল মিয়ার ছেলে আক্তার, দিলিপের ছেলে মুসলেম ও আলমগীর সহ ৫/৬ জন যুবক নূর আলম ও শহিলদুলের হাত পা বেধে মারপিট করেন।
বুধবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে নূর আলম শরীরে ব্যথা অনুভব করলে তার বোন রহিমা চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, চুরির অভিযোগে নির্যাতনে মৃত্যুর ঘটনায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।