
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের (ভেকু) ৪টি ব্যাটারি জব্দ করা হয়। বুধবার (৩০ এপ্রিল) রাতে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে বাংড়া ইউনিয়নের ধুনাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন। যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এমন খবরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। এতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।