স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় মির্জাপুরের জামুর্কির ঐতিহ্যবাহী সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বুধবার (৩০ এপ্রিল) জামুর্কির সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।
কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। পণ্যগুলোর আলাদা কদর থাকে। ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়।
আন্তরিক কৃতজ্ঞতায় জেলা প্রশাসকের প্রতি একইসাথে এ সকল পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও প্রসারের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানান। এ অর্জন মির্জাপুরসহ টাঙ্গাইলবাসীর সকলের বলে তিনি জানান ।