
স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃহষ্পতিবার (১ মে) সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে র্যালি বের হয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ ও জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সরকার কবীর উদ্দিন।
সমাবেশ শেষে একটি র্যালি ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও সিএন্ডবি মোড়-বটতলা হয়ে টাঙ্গাইল মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল শহর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইকবাল হোসেন বাদল ও শহর শাখার সভাপতি খুবাইব খান সুজন।