
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
“শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এ স্লোগানে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বর্ণাট্য র্যালীটি উপজেলা মোড় থেকে সদর বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড় নিজ কার্যালয়ের আলোচনা সভায় মিলিত হয়। নাগরপুর রিকশা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে ।
তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা অনুরাগী, ক্রীড়াবিদ ও সমাজ সেবক মোহাম্মদ মামুন খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মুসা, নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এরশাদ মিয়া, সমাজ সেবক মিজানুর রহমান মিজান ও বনগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খিজির।
এ সময় ইজিবাইক শ্রমিক জামিরুল ইসলাম, রৌফ মিয়া, আল-আমিন মিয়া ও জাহিদসহ সকল শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।