
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২ মে) টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে টাঙ্গাইলের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেনন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাত হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন।
টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ২৭০ জন ছাত্র-ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফরহাদ ইকবাল বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। বৃত্তি দেয়ার উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।