
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রাতব্যাপী অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটরের ৬টি ব্যাটারি ও একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ মে) রাতব্যাপী সেনাবাহিনী, পুলিশ ও আনসারদের সহযোগিতায় কালিহাতী উপজেলার যমুনা, ধলাটেংগর, কুড়িঘড়িয়া ও পাইকড়া ইউনিয়নের শিহরাইল এলাকায় এসব অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এ সময় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন এবং টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের কারণে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষি জমি বিনষ্ট করে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।