
স্টাফ রিপোর্টার ॥
বরেণ্য ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে টাঙ্গাইল সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীষ চাকমা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মরিয়ম বেগম।
টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক আল-মামুন হাওলাদার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকবৃন্দ মাওলানা ভাসানী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিবৃন্দ প্রশ্নের উত্তর প্রদান করেন।