
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমি কেটে ও নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম।
শুক্রবার (২ মে) উপজেলার গান্ধিনা, নাগবাড়ি ও বীরবাসিন্দা এলাকার উপর নজর রেখে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক বেকুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবহৃত দুইটি বেকু বেটারি জব্দ করা হয়।
এছাড়া নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের প্রমাণ মেলায় প্রায় ৩০০ ফিট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মোবাইল কোর্টের বিচারক খাইরুল ইসলাম জানান, ফসলি জমি ও নদী রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।