
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগ নেতা টগরকে শনিবার (৩ মে) ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, হত্যা মামলার আসামি গোপালপুর শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর সৌদিআরব থেকে দেশে আসছিল। বিমানবন্দরে আসার পরেই তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
পরে তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় এনে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কত দিনের রিমান্ড মঞ্জুর করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, মির্জাপুরে ইমন হত্যা মামলায় তাকে আটক করে টাঙ্গাইল জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।