
নুর আলম, গোপালপুর ॥
চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। এ কারনেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানার ওসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।
রবিবার (৪ মে) সকাল ১১টায় উপজেলার দুই শতাধিক ব্যবসায়ী র্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ইউএনও তুহিন হোসেন কার্যালয়ে উপস্থিত না থাকায় অফিস সহকারী নাজমুল হাসানের নিকট আবেদন জমা দেন। এরপর ব্যবসায়ীরা পদযাত্রা করে থানায় পৌঁছে আবেদনপত্র জমা দেন।
রোমান মডেল মেডিক্যাল হলের মালিক রোমান খান জানান, দোকানে ঢুকে গত শুক্রবার (২ মে) বিকালে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সূতী পটলপাড়া গ্রামের আ. করিমের ছেলে শাওন (২২) দা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় দোকান কর্মচারী হাসান (১৬) বাঁধা দিলে হাসানকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সূতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী পুরনো বাজারে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ইদানিং বাজারে বিভিন্ন সময় বহিরাগত বখাটে ও কিশোর গ্যাং বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে। আমাদের পক্ষে এর প্রতিকার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার ও চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানাই।
সূতী বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। এ কারনেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাতে এসেছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।