স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (৩ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ও জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।