স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদী র্তীর ও পাহাড়ী টিলার মাটিকেটে বিক্রির অপরাধে ৪ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্র রাতে ও শনিবার (২ ও ৩ মে) উপজেলার বহুরিয়া, আজগানা ও ফতেপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
এ সময় নদী র্তীর ও পাহাড়ী টিলার মাটি কেটে বিক্রির সময় জেলার ভূঞাপুর উপজেলার আকাব্বর হোসেনের ছেলে আয়নাল হক, একই উপজেলার কাগমারীপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে আলমগীর হোসেন (২৭), মির্জাপুর উপজেলার হাড়ভাঙা গ্রামের হযরত আলীর ছেলে নাজমুল মিয়া (২৮) ও আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের দারগ আলীর ছেলে সুমনকে (২৩) হাতেনাতে ধরে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।
এর আগে উপজেলার কোট বহুরিয়া এলাকায় মাটি কাটতে নদীতে দেয়া বাঁধ ভেঙে দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।